ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এরশাদের দাফন নিয়ে মাইকে ঘোষণা, ঢাকাতে লাশ না নিয়ে যাওয়ার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৬ ১৪:৫৬:৪১
এরশাদের দাফন নিয়ে মাইকে ঘোষণা, ঢাকাতে লাশ না নিয়ে যাওয়ার

জানাজা শেষে এরশাদের দাফন রংপুরের পল্লীনিবাসে করার দাবিতে স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। তাদের দাবি এরশাদের অন্তিম চাওয়া অনুযায়ী তার সমাধি পল্লীনিবাসেই হতে হবে। তারা প্রিয় নেতার লাশ ঢাকা নিতে দিবেন না বলে হুশিয়ারি দেন।

এ সময় মাইকে বারবার ঘোষণা দেয়া হয়, কোনোভাবেই এরশাদের লাশ ঢাকায় নিতে দেয়া হবে না। যে কোনো মূল্যে প্রিয় নেতার লাশ রংপুরে সমাহিত করা হবে। প্রয়োজনে রক্তের বন্যায় ভেসে যাবে রংপুর।

এ সময় এরশাদের শেষ ঠিকানা হবে রংপুর, প্রিয়নেতা এরশাদকে রংপুরে সমাহিত করতে হবে লেখা স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ নিয়ে বাকবিতন্ডায় জড়াতে দেখা গেছে নেতাকর্মীদের।

এ ব্যাপারে রংপুরের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন, তারা যেকোনো মূল্যে এরশাদের লাশ রংপুরে রেখে দেবেন। এরশাদকে রংপুরেই দাফন করতে হবে। এরশাদকে সমাহিত করতে পল্লীনিবাসের লিচু বাগানে প্রস্তুত করা হয়েছে কবর।

অন্যদিকে এরশাদকে রাজধানী ঢাকার বনানী সামরিক কবরস্থানেই দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

এ ব্যাপারে তিনি বলেন, উনাকে (এরশাদকে) রাষ্ট্রীয় মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এরশাদের মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়ার প্রাক্কালে ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন এরশাদের ছোট ভাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে