ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার সরকারি অফিসে নিষদ্ধ হল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৬ ১২:১৬:২০
এবার সরকারি অফিসে নিষদ্ধ হল ফেসবুক-হোয়াটসঅ্যাপ

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অফিসের কম্পিউটারের পাশাপাশি নিজেদের মোবাইলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরকারি তথ্য প্রকাশ করা যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চান, তা হলে তাকে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে অফিসের দেওয়া ই-মেইল আইডির বাইরে অন্য কোনো ই-মেইল সরকারি কাজের জন্য ব্যবহার করা যাবে না।

এ ছাড়া কম্পিউটার স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্য খুলে রেখে উঠে যাওয়া যাবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশনায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে