ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এরশাদের কবর দেওয়ার স্থান নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৪ ২০:০২:০৯
এরশাদের কবর দেওয়ার স্থান নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

এ সময় উন্মুক্ত স্থানে কবর দেয়ার দা‌বি জানিয়ে দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য আজম খান ব‌লেন, ‘প্রিয় নেতাকে হারি‌য়ে আমরা শোকাহত। আমা‌দের নেতা এরশা‌দকে ঢাকার যে কোন স্থা‌নে দাফন করা হোক, এটা আমাদের কর্মী‌দের দা‌বি। ‌তা‌কে নি‌য়ে নেতাকর্মী‌দের যে আ‌বেগ তার মূল্যায়ন কর‌তে হ‌বে।’

এ সময় তিনি আরও জানান, বিষয়টি নি‌য়ে জিএম কা‌দের ও মহাস‌চিবের সঙ্গে কথা হ‌বে।

এ সময় দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য আতিকুর রহমান, প্রে‌সি‌ডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, আব্দুল হা‌মিদ খান ভাসানী, হাসান ইফ‌তিখার, মিজানুর রহমান মিরুসহ নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে এরশাদ‌কে রাষ্ট্রীয়ভা‌বে সেনা তত্বাবধা‌নে সাম‌রিক কবরস্থা‌নে এরশাদ‌কে দাফন করার কথা র‌য়ে‌ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে