ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যেখানে হচ্ছে এরশাদের দাফন জানালেন স্ত্রী রওশন এরশাদ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৪ ১২:০৭:৫০
যেখানে হচ্ছে এরশাদের দাফন জানালেন স্ত্রী রওশন এরশাদ

অবশেষে আজ ১৪ জুলাই রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।

এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাযা আজ বাদ যোহর সেনানিবাস সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে৷

এছাড়া সময় চুড়ান্ত না হলেও পর্যায়ক্রমে বনানী পার্টি অফিস, জাতীয় মসজিদ বায়তুল মোকারম ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাযা হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আগামীকাল তাকে নিজ জেলা রংপুরে নেয়া হবে।

এ বিষয়ে রওশন এরশাদ বলেছেন, বনানী সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে। তিনি এরশাদেন জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে