ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

আমার পুত্রবধূ মিন্নিই আসল ভিলেনঃ কাঁদতে কাঁদতে রিফাতের বাবা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১৪ ০০:১৮:৩৬
আমার পুত্রবধূ মিন্নিই আসল ভিলেনঃ কাঁদতে কাঁদতে রিফাতের বাবা

এ সময় কান্নায় ভেঙে পড়েন রিফাতের বাবা। বলেন, ‘আসলে আমার পুত্রবধূই ভিলেন। তার সহযোগিতায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘রিফাতের সঙ্গে বিয়ের পরও মিন্নি নয়নের বাসায় যাওয়া-আসা করতো। নিয়মিতভাবে নয়নের সঙ্গে যোগাযোগ করতো সে। ইতোমধ্যে নয়ন বন্ডের মা একাধিক সংবাদমাধ্যমকে এ বিষয়ে আরও অনেক তথ্য দিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। মিন্নির আগের বিয়ের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন নয়নের মা।’

এছাড়া সংবাদ সম্মেলনে রিফাতের বাবা দুলাল শরীফ প্রশ্ন রেখে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে দেখা যায়, আসামীরা মিন্নির ওপর চড়াও হয়নি এবং মিন্নি কোনোভাবে আক্রান্ত হয়নি। কেন মিন্নি আক্রান্ত হয়নি?’

তিনি মনে করেন, মিন্নি তার স্বামীকে রক্ষা করতে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা না করে, রিফাতকে যদি জড়িয়ে ধরত তাহলে তার ছেলে নির্মম হত্যার শিকার হতো না।

এ সময় সংবাদ সম্মেলনের বক্তব্য কারো দ্বারা প্ররোচিত হয়ে দিচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি নিজের উপলদ্ধি থেকে সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন।

রিফাত হত্যা মামলার প্রধান স্বাক্ষি মিন্নিকে অভিযুক্ত করায় মামলার ক্ষতি হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে