ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে কারনে ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইউরোপ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ১১ ২২:৪১:০৩
যে কারনে ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইউরোপ

এ ব্যাপারে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকদের ফেরত নিতে তারা প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না। তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে এসওপির আওতায় ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়ার।’

এদিকে ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ‘ঠিক কত সংখ্যক বাংলাদেশি ইউরোপে অবৈধভাবে বসবাস করছেন তার সঠিক হিসাব নেই। দেশগুলো একেক সময় একেক তথ্য জানায়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে