ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এবার রেলমন্ত্রীর পেছনে লাগলেন ব্যারিস্টার সুমন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ০৬ ১২:৩৮:৫৩
এবার রেলমন্ত্রীর পেছনে লাগলেন ব্যারিস্টার সুমন

আমি কমলাপুর সেন্ট্রাল স্টেশন থেকে বলছি। আর গ্রামের স্টেশনগুলোর অবস্থা তো আরও খারাপ। সেখানে ট্রেনে উঠতে তো রীতিমতো যুদ্ধ করতে হয়। বউ বাচ্চা নিয়ে ওঠা একটা বে-ইজ্জতের কারবার।

প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠার সিঁড়ি অনেক উপরে হওয়ায় রেল যাত্রীদের ট্রেনে উঠতে খুব অসুবিধা হয়। তাই তিনি এমন প্রশ্ন করেছেন রেলমন্ত্রীকে। তিনি দেখেন সবাই, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা দোতলার সমান। কোনো স্টেশনে ট্রেনটি তিন মিনিট থামে। তিন মিনিটে ৫০ জন মানুষ প্রায় দুই তলার সমান উচ্চতায় ওঠা কি সম্ভব?

বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও বাচ্চাদের নিয়ে যারা রেলে চলাফেরা করেন তাদের প্রতি কি একটু সহায় হবেন- এমন আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি বউ-বাচ্চা, বৃদ্ধা মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে চান তা হলে বউ থাকবে কই আর মা-বাবা থাকবে কই।

তিনি আরও বলেন, দুনিয়া এগোচ্ছে, সব কিছু এগোচ্ছে। রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। তবে ব্রেইনে আনেন পরিবর্তন করার। আপনারা বউ-বাচ্চা লইয়া ট্রেনে যাতায়াত করবেন কি-না জানি না। তবে, এই প্ল্যাটফর্ম ট্রেনের সমান করতে কোটি কোটি টাকার দরকার পড়বে না। আশা করি রেলমন্ত্রীসহ সকলেই এর প্রতি সদয় হবেন।

এর আগে তিনি কমলাপুর রেললাইনের ওপর বড় বড় ঘাস জন্মানো নিয়ে একটি লাইভ করেছিলেন। আর সেই লাইভের কিছুক্ষন পরেই সেই ঘাস গুলো কেটে পরিষ্কার করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে