ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাড়ে ৭ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়াসহ অস্ট্রেলিয়াও

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ২৪ ১৩:৩১:২৩
সাড়ে ৭ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়াসহ অস্ট্রেলিয়াও

এদিকে ভূমিকম্পের পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে সাড়ে সাত মাত্রার এই ভূমিকম্পে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

কিন্তু এর কিছুক্ষণ পরই প্রশান্ত মহাসাগরীয় পর্যবেক্ষণ সংস্থা এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৫ বলে জানানো হয়েছে। আর এটির উৎপত্তিস্থল ছিলো সমুদ্রের ২২০ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের তীব্রতা পূর্ব তিমুরের রাজধানী দিলিতে প্রচণ্ডভাবে অনুভূত হয়েছে। আতঙ্কিত লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেও এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের এই তীব্রতা ৭শ কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় ডারউইন শহর থেকেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুত্রঃ বিডি২৪রিপোর্ট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে