ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

রাগে-দুঃখে বোনের জন্য ডাক্তার ভাইয়ের আত্মহত্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ১৫ ১৭:৪৭:০৫
রাগে-দুঃখে বোনের জন্য ডাক্তার ভাইয়ের আত্মহত্যা

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত লাশ। ওই চিকিৎসকের নাম ওমকার। বয়স ৩০ বছর। তিনি পড়াশোনা করছিলেন হরিয়ানার রোহতকের পিজি ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স প্রতিষ্ঠানে মেডিসিনের ওপর। পড়াশুনার পাশাপাশি দেখতেন অনেক রোগীও। তাই তিনি খুব একটা ছুটি পেতেন না। গত বুধবার তার বোনের বিয়ে ছিল। তার ইচ্ছে ছিল একমাত্র বোনের বিয়েতে বাড়ি গিয়ে অনেক আনন্দ ফুর্তি করবেন। তাই তিনি অনেক আগে থেকেই বিভাগীয় প্রধানকে ছুটির কথা বলে রখেছিলেন।

কিন্তু শেষ সময়ে এসে বিভাগীয় প্রধান গীতা গাঠওয়ালা তার ছুটি বাতিল করে এবং তাকে হেনস্থা করে। আর তিনি রাগে দুঃখে সেই অপমান সহ্য কপ্রতে না পেরে আত্মহত্যা করেন।

এই ব্যাপারে পুলিশ জানান, গীতা গাঠওয়ালার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। যদিও এখনও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার পরের দিন তাকে সাসপেন্ড করেছেন পিজিআইএমএস কর্তৃপক্ষ। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করানো হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও পি কালরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে