ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী হ্যারিসন টারান্ট কে দৃষ্টান্তমূলক শাস্তি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ১৪ ১১:৩৯:১৩
নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী হ্যারিসন টারান্ট কে দৃষ্টান্তমূলক শাস্তি

জানা যায়, ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেয় টারান্ট।

এর আগে গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই হামলায় পাঁচজন বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন। হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন এবং নিহতদের স্বজনেরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে আদালতে টারান্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবি করে তার মক্কেলের দেয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ডুকরে কেঁদে ওঠেন।

এ সময় বিচারক বলেছেন, ‘আগামী বছরের ৪ মে পর্যন্ত মামলার কার্যক্রম চলবে, আর ১৬ আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে টারান্টের রিমান্ড চলবে।’

এর আগে গত এপ্রিলে যখন টারান্ট আদালতে হাজিরা দিয়েছিলেন, তাকে মানসিক চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এখন আর তার সুস্থতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন বিচারক।

এদিকে গত সপ্তাহে টারান্টের ছবি প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।সূত্রঃ বিডি২৪রিপোর্ট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে