ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাশের বাড়িতে উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ১৩ ২০:০২:৫১
পাশের বাড়িতে উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা

আমাদের পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহরে নারীদের আড্ডার ব্যাপক চল রয়েছে। পাশের বাড়ি কিংবা পাড়ার কোন ঘরে কী কথা হচ্ছে, কোন বাড়ির ছেলে বা মেয়ে কার সঙ্গে মেলামেশা করছে তাদের কাছে সব খবর পাওয়া যায়। তাদের কাছে যত খবর থাকে অনেক সময় গোয়েন্দা দিয়েও অত খবর পাওয়া যায় না।

গোপনে পাশের ঘরের খবর শুনতে গিয়ে যে নারীটি বিপদে পড়েছেন তার বাড়ি স্পেনে। পাশের বাড়ির কথা শুনতে গিয়ে গ্রিলের ভেতর মাথা আটকে যায় তার। সবার নজরে আসার পর অনেক চেষ্টা করেও মাথা বের করতে না পেরে অবশেষে পুলিশকে খবর দেয়া হয়।

ঘটনা শোনার পর সেখানে উপস্থিত হয় পুলিশ। তারাও খানিকক্ষণ চেষ্টা করার পর ওই নারী মাথা বের করতে ব্যর্থ হয়। পরে গ্রিল কেটে তাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু কেন তিনি পাশের ঘরে আঁড়ি পেতেছিলেন তা জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম ওই ঘটনার যে বর্ণনা দিয়েছে তা হলো এরকম। কোনো একটি কথা শুনে ওই নারীর তা শুনতে আগ্রহী হয়ে ওঠেন। পাশের বাড়ির কাছাকাছি চলে গেলেও কিছু শুনতে পাচ্ছিলেন না। পরে কথা শোনার জন্য গ্রিলের ভেতর মাথা ঢুকিয়ে প্রবেশ করিয়ে কথা শোনার চেষ্টা করেন। আর তাতেই এমন বিপত্তি।সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে