ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

অবশেষে পরিত্যক্ত হল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২৬ ১৯:৩৮:১৯
অবশেষে পরিত্যক্ত হল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ভারী বর্ষণের কারণে প্রায় ৪ ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি না কমলে আম্পায়াররা ম্যাচ বাতিলের ঘোষণা দেন।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটির। তবে ভারী বর্ষণের কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়।

২ ঘন্টা পরেও টস অনুষ্ঠিত হতে পারেনি টানা বৃষ্টির কারণে। প্রায় দুই ঘন্টা টানা বর্ষণের পর বৃষ্টি থামলে সরিয়ে নেয়া হয় কভার। তবে, খানিক বাদেই আবারও হানা দেয় বৃষ্টি। শেষমেশ ম্যাচটি বাতিলই ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান স্কোয়াডঃ

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে