ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সুন্দরী পোলিং অফিসার দেখতেই ৭০ শতাংশ ভোট

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ১৫ ১৩:২৩:১৫
সুন্দরী পোলিং অফিসার দেখতেই ৭০ শতাংশ ভোট

ভোটও পড়েছে বেশি। রীনার কথায়, দিনশেষে ৭০ শতাংশ ভোট পড়ে তার বুথে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এএনআই।

সাধারণত পোলিং বুথে এমন সুন্দরী অফিসারের দেখা মেলা কল্পনাতীত। সেখানে তিনি তো একেবারে নায়িকা অবতারে হাজির! ভোটকেন্দ্রে ভোটের চেয়ে তার দিকেই নজর ছিল ভোটারদের। কোনো এক রুপমুগ্ধ ভোটারই হয়তো সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তার হলুদ শাড়িতে ভোটকেন্দ্র আসার এ দৃশ্য। পরের ঘটনা আর বলার অপেক্ষা রাখে না। ছবি ভাইরাল হতেই একের পর এক তথ্য উঠে এলো রীনা দ্বিবেদীর সম্বন্ধে। জানা গেছে, ছবি তুলতে খুব ভালবাসেন তিনি। অফিসেও তিনি বেশ পরিপাটি হয়েই যান। নিজেই জানিয়েছেন যে ভোজপুরি ছবিতে নায়িকার চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সে পথে হাঁটেননি তিনি।

প্রসঙ্গত, আগামী ১৯ মে সপ্তম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হবে সাত ধাপের এ ভোটগ্রহণ কার্যক্রম। গণনা শেষে ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে। এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা ও ৬ মে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে