ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ফাইনালের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ১২ ২০:৫৯:৩৮
ফাইনালের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

চলতি সিরিজে উইন্ডিজের বিপক্ষে প্রথম দেখায় তিন বিভাগেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজকে তাঁরা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল নিজেদের প্রথম ম্যাচে।

ত্রিদেশীয় সিরিজে ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। সোমবারের ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

কারণ ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড। এদিকে, ঝড়ো বৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ।

তবে, উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল।

প্রথম ম্যাচে তামিম খেলেছিলেন ৮০ রানের ইনিংস। সৌম্যর ব্যাট থেকে এসেছিল ৭৩ রানের ইনিংস। তাছাড়া, বল হাতে মিতব্যয়ী বোলিং করে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।

প্রথম ম্যাচেই বল হাতে উইকেটের দেখা পেয়েছেন মিরাজ, সাইফুদ্দিন, মুস্তাফিজরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন।

ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই উইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। অন্যদিকে উইন্ডিজও নিজেদের শেষ ম্যাচে আইরিশদের দেয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে।

চমক দেখাতে পারেন যারাঃ

তামিম ইকবাল (বাংলাদেশ):

বাংলাদেশ দলের ইনিংস গড়ার দায়িত্ব সবসময় থাকে তামিম ইকবালের কাঁধেই। নিজের দিনে প্রতিপক্ষকে একাই ধরাশায়ী করে দিতে পারেন তিনি। সৌম্য সরকারকে নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪৪ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভিত অনেকটাই গড়ে দিয়েছিলেন তামিম। নিজে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। এই ম্যাচেও সবার নজর থাকবে তামিমের দিকে।

শেই হোপ (উইন্ডিজ):

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ক্যারিবিয়ান ওপেনার শেই হোপ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ১৭০ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাঁর ইনিংসটি ছিল ১০৯ রানের। শেষ ম্যাচে ৩০ রান করে আউট হলেও যেকোনো মূহুর্তেই নিজের সেরা ফর্মে ফেরার সামর্থ্য রাখেন তিনি। তাই উইন্ডিজ দলের দারুণ শুরু অনেকটাই নির্ভর করছে শেই হোপের ব্যাটে।

উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): সুনিল অ্যামব্রিস, শেই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে