ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

হঠাৎ বিমান থেকে স্বামীকে নিয়ে ঝাঁপ দিলেন নায়িকা শুভশ্রী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ১০ ১৬:৩৮:২৩
হঠাৎ বিমান থেকে স্বামীকে নিয়ে ঝাঁপ দিলেন নায়িকা শুভশ্রী

আর তারই মধ্যে ছুটি কাটাতে এপ্রিলের শেষে দুবাই গেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। সেখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এই জুটি।

ছুটি যে তাদের মহাআনন্দে কাটছে তার একটু প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার দিয়েছেন এই দম্পতি; যেখানে তাদের রীতিমতো ভাসতে দেখা গেল আকাশে, বিমান থেকে ঝাঁপ দিয়ে।

অবশ্য ঝাঁপ দিয়েছিলেন সব রকম প্রস্তুতি নিয়েই। দুবাই গিয়ে স্কাই ডাইভিং করলেন দম্পতি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর এখন তা ভাইরাল।

শুভশ্রী বলছেন, স্কাই ডাইভিংয়ের ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল তার। অবশেষে তা পূর্ণ হলো।

গত বছরের মাঝামাঝি শুভশ্রী গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। এরপর থেকে চুটিয়ে সংসার করছেন তারা। এরপর রাজের হাত ধরেই ‘পরিণীতা’র শুটিংয়ের মধ্যে দিয়ে ফ্লোরে ফিরেছেন শুভশ্রী। দিন কয়েক আগেও তারা এ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে