ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিনের মহিলাকে জীবন্ত অক্টোপাসে আক্রমের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৯ ১২:২৩:৪০
চিনের মহিলাকে জীবন্ত অক্টোপাসে আক্রমের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

জীবন্ত অক্টোপাস খাচ্ছেন খাদ্য রসিকরা। কিন্তু এবার অক্টোপাসই জীবন্ত মানুষকে খাওয়ার চেষ্টা করছে, এমন ভিডিয়ো প্রকাশ্যে এল!

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক চিনা মহিলা জীবন্ত অক্টোপাস খাওয়ার চেষ্টা করছেন। কিন্তু অক্টোপাস তার পা দিয়ে মহিলার মুখে আটকে থাকার চেষ্টা করছে।

প্রথমে মহিলা বলছিলেন, ‘দেখুন একে মুখের ভেতর টেনে নেওয়া কতটা কঠিন’। তখন তিনি স্বাভাবিক থাকার চেষ্টাই করছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে, মহিলা বুঝতে পারেন বিষয়টা অন্য দিকে গড়াচ্ছে। অক্টোপাসটি তার পাগুলো দিয়ে এমনভাবে আটকে থাকা চেষ্টা করছিল, যেভাবে অন্য প্রাণীদের তারা জড়িয়ে ধরে খেয়ে ফেলার চেষ্টা করে। ফলে এক সময় চিত্কার করতে শুরু করেন মহিলা।

অনেক কষ্টে অক্টোপাসটি ছাড়ানোর পর দেখা যায়, মহিলার গাল থেকে রক্ত পড়ছে। অর্থাৎ বেশি দেরি হলে আরও বড় ক্ষতি করে দিতে পারত অক্টোপাসটি।৫২ সেকেন্ডের এই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে