ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সিদ্ধান্ত সন্ধ্যার পর, চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবেন সন্ধ্যায়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৬ ১৮:৪৪:৫২
সিদ্ধান্ত সন্ধ্যার পর, চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবেন সন্ধ্যায়

সোমবার (৬ মে) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

আরবি মাস সাধারণত একটি ৩০ দিনের হলে পরের মাস ২৯ দিনের হয়। এ হিসেবে শাবান মাস ২৯ দিনে পূর্ণ হলে মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হবে রোজা। যদিও সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সেটা চূড়ান্ত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে