ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

হাফ সেঞ্চুরির মাইলফলকে নেইমার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৫ ১৫:০৪:৩৮
হাফ সেঞ্চুরির মাইলফলকে নেইমার

তার ওপর বিতর্কে জড়িয়ে এক নিষেধাজ্ঞায় পড়েছেন এবং অন্য এক নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসবের মধ্যে গতকাল রাতটা বেশ ভালোই কাটল নেইমারের।

গোল পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে কাল নিসের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে পিএসজি। ফরাসি ক্লাবটির পক্ষে একমাত্র গোলটি করেছেন নেইমার।

এই গোলে দারুণ একটা মাইলফলকও স্পর্শ করেছেন ২৭ বছর বয়সী তারকা। পিএসজির হয়ে পঞ্চাশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ নম্বর ম্যাচ খেলতে নেমে ৫০তম গোল পেলেন নেইমার।

এদিকে, দিনের অপর ম্যাচে স্প্যানিশ লা লিগায় বাজে রাত কেটেছে বার্সেলোনার। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে বিশ্রামে রেখে সেল্টা ভিগোর মাঠে খেলতে নেমে ২-০ গোলে হেরে গেছে কাতালান ক্লাবটি। অপর ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ইয়ূর্গেন ক্লপের লিভারপুল।

সারাদেশ - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ