ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বড় ছেলেকে কেড়ে নিল সিডর, মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৫ ০০:৩২:৩৫
বড় ছেলেকে কেড়ে নিল সিডর, মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী

২০০৭ সালের যখন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম। ট্রলার ঝড়ে উল্টে গেলে সাগরে ভাসতে থাকেন তিনি। আর তখনি আশ্রয় প্রকল্পে যাওয়ার সময় জলোচ্ছ্বাসের কারেণ স্ত্রী জেসমিনের কোল থেকে ছিটকে পড়ে চিরতরে হারিয়ে যায় তাদের একমাত্র ছেলে।

এবার প্রলয়ংকরী আরেক ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরের নীচে চাপা পড়ে নিহত হন তার মা নূরজাহান বেগম এবং ছোট ছেলে জাহিদুল। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনার পর ইব্রাহীমের বড়িতে যান বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। তিনি এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইব্রাহীমের হাতে। এ সময়

জাকির হোসেন বলেন, ইব্রাহীম অনেক কষ্ট করে জীবন নির্বাহ করছে। ইব্রাহীম যাতে সরকারি ও বেসরকারিভাবে আরো সহযোগিতা পান সেই বিষয়ে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে