ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

‘ফণিতে’ ঝুঁকিতে বাংলাদেশের ২০ হাজার মানুষ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৩ ১৭:৫৪:৩৪
‘ফণিতে’ ঝুঁকিতে বাংলাদেশের ২০ হাজার মানুষ

জেলার রামগতির দ্বীপ চরগজারিয়া, তেলিরচর, বয়ারচর ও সদর উপজেলার চররমনী ও চরমেঘা এলাকা থেকে প্রায় ৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও এখন পর্যন্ত ২০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এর পাশাপাশি আশ্রয় নেওয়া মানুষগুলো এখনো শুকানো খাবার পাননি বলে অভিযোগ করেছেন তারা।

তবে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক জানান, ঘূর্ণিঝড় ‘ফণি’র মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। অন্যদেরও নিরাপদে সরিয়ে আনতে চরাঞ্চলে নৌকা পাঠানো হয়েছে। তবে অনেক মানুষ তাদের বাসস্থান ছেড়ে আসতে চায় না, তারপরও সবাইকে নিরাপদে আনার জন্য কাজ করছে প্রশাসন। শুকনো খাবার ও মানুষদের আশ্রয়ন কেন্দ্র রাখা হয়েছে।

জেলা প্রশাসন, দুর্যোগ মোকাবেলায় ৬৬টি মেডিকেল টিম ও ৭৬টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩৭৫ মে.টন চাল, ২ হাজার ৫০০ বস্তা বিস্কুট ও নগদ ৮ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে সকল ধরনের নৌ-যান চলাচল চন্ধ ঘোষণা করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে