জেমস আসছে বলে টিকিট শেষ

জেমস আদৌ আসবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন মালয়েশিয়ায় থাকা ভক্তরা। আয়োজকেরা টিকিটের ব্যবস্থা করেছিলেন ভেন্যুর ধারণ ক্ষমতার চেয়ে ৫০০ আসন কম। কিন্তু জেমসের উড়াল দেওয়ার খবরে তুমুল চাহিদা তৈরি হয় টিকিটের।
মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবশিষ্ট ৫০০ টিকিটের ব্যবস্থা করে আয়োজন প্রতিষ্ঠান এম আর প্রোডাকশনস।
এম আর প্রোডাকশন অন্যতম কর্ণধার মাইদুল রাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘নগরবাউল জেমস এখন মালয়েশিয়ায়। নগরবাউল জেমসের ভক্তদের কথা মাথায় রেখে, আমাদের পূর্বের সকল টিকিট শেষ হওয়ায় মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বল্প মূল্যে মাত্র ৫০ রিঙ্গিতের ৫০০টি নতুন টিকিট আপনাদের মাঝে নিয়ে এসেছে “জেমস নাইট”। আর দেরি নয়, প্রথমবার নগরবাউলের গান উপভোগ করুন।’
মালয়েশিয়ায় জেমসকে নিয়ে আয়োজিত বিশেষ এই কনসার্টের টিকিটের মূল্য আসনভেদে নির্ধারণ হয়েছে ১০০ ও ২০০ মালয়েশীয় রিঙ্গিত।
মহান মে দিবস উপলক্ষে আজ ১ মে মালয়েশিয়া বাঙালি প্রবাসীদের গান শোনাতে হাজির হয়েছেন জেমস ও তার দলবল। সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য প্রথম মঞ্চে উঠবেন তিনি। স্থানীয় সময় রাত আটটার পর জেমসের মঞ্চে ওঠার কথা। ‘জেমস নাইট’–এ অংশ নিতে বাংলাদেশ থেকে আরও গেছেন সিনেমা ও গানের বেশ কয়েকজন শিল্পী। তাদের মধ্যে চিত্রনায়ক নীরব, মডেল পিয়া বিপাশা ও ‘মীরাক্কেল’খ্যাত আবু হেনা রনি অন্যতম।
মালয়েশিয়া না যাওয়ার প্রসঙ্গ উঠতেই জেমসের ব্যবস্থাপক রবিন বলেন, ‘তেমন কোনো কারণ নেই। অনেকবারই যাওয়ার কথা হয়েছে, শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। জেমস ভাই বরাবরই ঝামেলা এড়িয়ে চলেন। আয়োজক কিংবা ভিসা জটিলতার সম্ভাবনা তৈরি হলে তিনি সেদিকে পা বাড়ান না। এবার সবকিছু সুন্দরভাবে হয়েছে, তাই গাইতে এসেছেন।’
মালয়েশিয়া পৌঁছার পর সেখানকার ভক্তদের উদ্দেশে আজ বুধবার সকালে জেমস ভিডিওবার্তায় বলেন, ‘বন্ধুরা, সবার সঙ্গে দেখা হচ্ছে। কুয়ালালামপুরে। গান হবে, কথা হবে।’
জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের দেশের অসংখ্য শ্রমিক ভাইয়েরা আছেন। বিশেষ এই দিনটিতে তাদের সঙ্গে আনন্দময় কাটাব আমরা। এটা অন্য রকম একটা ভালো লাগার বিষয়।’
মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে এম আর প্রোডাকশন। আজ বিকেল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয়েছে ‘জেমস নাইট’।
বিনোদন - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- ৩১ মার্চ: এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদুল ফিতর
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প