ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীলংকায় বোরকার ওপর নিষেধাজ্ঞায় যা বললো সৌদি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ৩০ ২০:১৯:৩২
শ্রীলংকায় বোরকার ওপর নিষেধাজ্ঞায় যা বললো সৌদি

প্রসঙ্গত, নিরাপত্তার জন্য লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রবিবার বিশেষ ক্ষমতা বলে নিকাব (দেওবন্দি স্টাইলের পর্দা) ও বোরকাসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক পরা নিষিদ্ধ করেছেন। তবে চাদর (ইরানি নারীদের পর্দা) বা হিজাব (সমগ্র বিশ্বে নারীদের মাঝে জনপ্রিয় পর্দা) পরতে পারবেন। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

এদিকে জরুরি আইনের মধ্যেই নারীদের বোরকা পরায় নিষেধাজ্ঞা জারি করায় মুসলমানরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশীয় পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, অপরাধীদের খুঁজে বের করাই সরকারের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু সামগ্রিকভাবে মুসলিম নারীদের শাস্তির মুখে ফেলে দেয়া উচিত হবে না।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের প্রাগ্রসর আন্তর্জাতিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জোশুয়া টি হোয়াইট বলেন, বোরকা নিষিদ্ধের এই বার্তা এটাই বলছে- লংকান মুসলমানরা নিরাপত্তার জন্য হুমকি। এতে মুসলমান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি তলানিতে গিয়ে ঠেকবে।

সূত্র : আল-আরাবিয়্যাহ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে