ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বাই সাইকেলের দামে পাওয়া যাচ্ছে শাওমির ইলেকট্রিক বাইক

২০১৯ এপ্রিল ২৮ ১১:০৮:০৯
বাই সাইকেলের দামে পাওয়া যাচ্ছে শাওমির ইলেকট্রিক বাইক

শাওমি জানায়, নতুন এই বাইকটির ওজন হবে ৫৩ কেজি। ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিমি বেগে ছুটতে পারা হিমো টি ওয়ান বাইকটিতে রয়েছে ডুয়াল কয়েলওভার রিয়ার সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন ফর্ক, রিয়ার সাইড ড্রাম ব্রেক এবং ফ্রন্ট সাইড হাইড্রোলিক ডিস্ক ব্রেক।

বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান বাটন স্টার্ট, মাল্টি ফাংশন কম্বিনেশ সুইচ এবং ডিজিটাল ডিসপ্লে। ৯০ এমএম ওয়াইড টায়ার এবং এলইডি লাইট সমৃদ্ধ এই বাইটির চার্জ শেষ হয়ে গেলেও প্যাডেল করে চালানো যাবে।

দুই ধরনের ব্যাটারি সহযোগে পাওয়া যাবে হিমো টি ওয়ান মডেলের এই বাইকটি। ব্যাটারি সক্ষমতার উপর নির্ভর করে এত দামের কিছুটা তারতম্য হবে। ১৪ হাজার এমএএইচ সমৃদ্ধ বাইকটি একবার চার্জ দিয়ে চালানো যাবে ৬০ কিলোমিটার। অন্যদিকে ২৮ হাজার এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ বাইকটি চলবে ১২০ কিলোমিটার।

লাল, ধূসর এবং সাদা- এই ৩টি রঙে শাওমির এই ইলেকট্রিক বাইকটি ৪ জুন থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে। তবে চীনের বাইরে এটি কবে থেকে পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে