ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

অন্য কিছুর কথা জানি না তবে এটার মাফ নাই: আফজাল শরীফ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ২২ ২০:০১:২০
অন্য কিছুর কথা জানি না তবে এটার মাফ নাই: আফজাল শরীফ

পরে আফজাল শরীফের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। এবার দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে যাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল শরীফ নিজেই।

এই অভিনেতা বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখন খুব বেশি কাজ করা সম্ভব হয় না। তারপরও টুকটাক অভিনয় করে যাচ্ছি। চিকিৎসা নিয়মিত চলছে। এটার কোন মাফ নাই। নিয়মিত চিকিৎসার মধ্যেই থাকতে হচ্ছে। একদিন বাদেই থেরাপি করা লাগে। নিয়মিত ঔষধ খেতে হয়। দোয়া করবেন ঈদের পরে দেশের বাইরে যাবো চিকিৎসার জন্য। কোন দেশে গেলে ভালো হয় ভাবছি। কয়েকটা হাসপাতালে কথা বলেছি। যেখানে ভালো হয়, চিকিৎসা নিয়ে আসবো।’

উল্লেখ্য, ঢাকাই ছবির শক্তিমান কমেডি অভিনেতা আফজাল শরীফের ছোট পর্দায় আত্মপ্রকাশ ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’তে অভিনয়ের মাধ্যমে। পরে ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।t

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে