ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ১৮ ০১:৩১:৫৩
যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

এর দুইদিন পরই গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে