ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাঁচ মাসের মাথায় ৭ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ১৩ ০১:৪২:২৮
পাঁচ মাসের মাথায় ৭ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে লক্ষ্মীপুরের বেসরকারি একটি (সিটি হসপিটাল) হাসপাতালে ওই সাত সন্তানের জন্ম দেন প্রসূতি নাজমা। তিনি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটওয়ারি বাড়ির মো. রাজুর স্ত্রী।

হাসপাতালের ব্যবস্থাপক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯ টা ২০ মিনিটের দিকে জরুরি অবস্থায় নাজমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মিনিট পরই তিনি সাত সন্তানের জন্ম দেন। মাসহ সবাই বেঁচে আছে। তবে বাচ্চাগুলো অসুস্থ।

হাসপাতাল সূত্র জানায়, মাত্র পাঁচ মাসের মাথায় নাজমার বাচ্চা প্রশব হয়েছে। একসঙ্গে সাত বাচ্চার প্রসব অনেক ঝুঁকি ছিল৷ তবে মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে আছে। তাদের এখনো চোখ ফোটেনি। অবস্থাও আশংকাজনক।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবদুল্লাহ নওশের বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। উন্নত চিকিৎসাত জন্য তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে