ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ভাইরলা হওয়া সেই টি-শার্টের পেছনের রহস্য জানালেন জিনাত জাহান নিশা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ০৮ ১২:০১:১৪
ভাইরলা হওয়া সেই টি-শার্টের পেছনের রহস্য জানালেন জিনাত জাহান নিশা

এদিকে এই টি-শার্টের ডিজাইনার এবং ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের একজন হলেন জিনাত জাহান নিশা। এ ব্যাপারে নিশা বলেন, ‘গণপরিবহনে আমি নিজে যৌন হয়রানির শিকার হই। তারই প্রতিবাদ হিসেবেই এ ধরনের পণ্য তৈরি করার চিন্তা আসে তার মাথায়।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগে পাবলিক বাসে একবার যৌন হয়রানির শিকার হওয়ার পর প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম।’

নিশা জানান, এর আগেও যৌন হয়রানির শিকার হলেও পাবলিক বাসের ওই ঘটনা তার ওপর অন্যরকম প্রভাব ফেলেছিল। এরপরই প্রতিবাদ হিসেবে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা একটি খোঁপার কাঁটা তৈরি করেন।

আর সেই খোঁপার কাঁটাটি নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে ছাড়েন নিশা। যদিও এই পণ্যের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছিল না বলে জানান নিশা।

এ ব্যাপারে নিশা বলেন, ‘বাসে পুরুষদের সাথে ধাক্কা লাগলে বা তারা আমার গা ঘেঁষে দাঁড়ালে আমার কোনো সমস্যা নেই। আমাদের দেশে ভিড়ের বাসে সেরকম হতেই পারে। কিন্তু অনেকেই সেই অবস্থার সুযোগ নিতে চান, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে