ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৬ জন সহ নিহত ১১

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ০৮ ১১:৩৬:৩৮
মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৬ জন সহ নিহত ১১

এ সময় বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।

এ ব্যাপারে কুয়ালা লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (কেএলআইএ) পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন।

এ বিষয়ে কেএলআইএ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ বলেন, ‘দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারো নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে