ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বৈরি সম্পর্ক বিরাজমান অবস্থায়ও সহনশীল হল পাকিস্তান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ০৮ ১০:৪৯:৪৪
বৈরি সম্পর্ক বিরাজমান অবস্থায়ও সহনশীল হল পাকিস্তান

তবে এমন উত্তেজনার মাঝেও ভারতের ৩৬০ জনকে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন পাকিস্তান। সেই হিসেবে তার কিছু অংশ আজ মুক্তি দেয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দেশটিতে আটক থাকা ভারতীয় বন্দিদের মধ্যে ৩৬০ জনকে মুক্তি দেবে। আরব সাগরে পাকিস্তানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় এসব ব্যক্তিদের বন্দি করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।

বিষয়টি নিয়ে পাকিস্তানের একজন কারা কর্মকর্তা মুনির আহমেদ বলেছেন, ১০০ জন বন্দিকে পুলিশি প্রহরায় ট্রেনে করে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নিয়ে যাওয়া হবে। পরে সোমবার ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে এসব বন্দিদের হস্তান্তর করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি বন্দিদেরও এই মাসেই ছেড়ে দেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে