ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

প্রেমে মজেছেন জোলি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ এপ্রিল ০৮ ০০:৪৯:৪৪
প্রেমে মজেছেন জোলি

। অ্যাঞ্জেলিনা জোলিকে তার ছয় সন্তানের মধ্যে চারজনসহ ফ্যারেল অভিনীত ডিজনির সিনেমা ‘ডামবো’র প্রিমিয়ারেও দেখা গিয়েছে। এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের। আরো জানা গেছে যে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

ওকে ম্যাগাজিনে বলা হয়েছে, জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিট বিষয়টি মেনে নিতে পারছেন না। কারণ ফ্যারেল তার কাছের বন্ধু। বিশেষ করে তার ছয় সন্তান। অন্য কাউকে তার স্থানে মেনে নেয়ার বিষয়টি ভালো লাগছে না ব্র্যাড পিটের। উল্লেখ্য, ২০১৬ সালে বিচ্ছেদ হয়েছিল ব্র্যাঞ্জেলিনা জুটির। এরপর ব্র্যাড পিটের সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, জোলির ব্যাপারে এই প্রথম এমনটা শোনা গেল। সন্তানদের নিয়ে এখনো আইনি লড়াই চলছে তাদের মাঝে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে