বেওয়ারিশ লাশ বিচারপতির নাতির
শিবচর থানা পুলিশ ও তেজগাঁও থানা জিডির সূত্রে জানা যায়, মাদারীপুরের পদ্মা নদী থেকে গত ২ এপ্রিল ভোররাতে পদ্মা নদীতে পুলিশ আনুমানিক ২৮ বছরের এক যুবকের ভাসমান ও গলিত লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ওই লাশের কোনো নাম-পরিচয় জানা যায়নি। তাই অজ্ঞাতপরিচয়ে লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়। পরে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে লাশ সেখানে দাফন করা হয়।
ইকবালের বোন সাদিয়া ইসরাত জানান, ইকবাল চার্টার্ড অ্যাকাউন্টিং (সিএ) পড়ার কারণে ঢাকার পান্থপথ এলাকার ইউটিসি বিল্ডিংয়ে ইন্টার্ন করতেন। গত ৩১ মার্চ সেখান থেকে আর বাড়ি ফেরেননি। ৩-৪ দিন খোঁজাখুঁজির পর কোথাও তাকে না পেয়ে তেজগাঁও থানায় একটি জিডি করেন। পরে মোবাইলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইকবালের সর্বশেষ অবস্থান শিবচরে বলে জানায় পুলিশ। তাই পরিবারের স্বজনরা ইকবালের সন্ধানে শনিবার সকালে শিবচর থানায় আসেন। নিহত ইকবাল মাহমুদ চার বোনের মধ্যে একমাত্র ভাই। তাদের বাবা গত এক মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
তবে ইকবালের মৃত্যুর কোনো কারণ বলতে পারছেন না তার পরিবার ও স্বজনরা।
ইকবালের মামাতো ভাই ইনায়েত রহিম জানান, ইকবাল বিচারপতি প্রয়াত আমিরুল কবিরের নাতি। ইকবাল কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের সম্ভ্রান্ত ও ধনাঢ্য পরিবারের সন্তান। এ হত্যার পেছনে গভীর রহস্য রয়েছে বলে তিনি প্রাথমিক ধারণা করছেন।
তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার একদিন পর ইকবালের ব্যবহৃত ল্যাপটপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার বড় বোনের ঢাকার বাসার ঠিকানায় আসে। এরপর থেকে পরিবারের লোকজন হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, ওই লাশটি ইকবাল মাহমুদ নামে এক ছাত্রের। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং গ্রামের মৃত শাহ মোহাম্মদ এমরানের একমাত্র ছেলে। ইকবালের পড়নের জুতা কাপড়-চোপড় দেখে তার বোন সাদিয়া ইসরাত ও তার স্বামী সালাউদ্দিন শনাক্ত করেন। যেহেতু লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে- তাই ইকবালের লাশ উত্তোলন করে তার স্বজনরা নিয়ে যেতে ইচ্ছাপোষণ করেন। সে অনুযায়ী, মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লাশ ফেরত নেয়ার আবেদন করেছে তার পরিবার।
সুত্রঃ যুগান্তর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে পরিবর্তন, বাদ পড়ছেন যে ক্রিকেটার
- সৌদি রিয়াল রেটের লম্বা লাফ, জেনেনিন আজকের রেট কত
- সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর, আসলো নতুন ঘোষণা
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- বিপিএল-এ ফিক্সিং নিয়ে আলোচনা: সন্দেহভাজন ১০ ক্রিকেটারের তালিকা প্রকাশ
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন তানজিম সাকিব
- এক পরিবর্তন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, দেখেনিন কপাল পুড়লো যার
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- ফরচুন বরিশালের একাদশ
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- আজকের সকল দেশের টাকার রেট
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ