রিমান্ডে যা বললেন বনানীর এফআর টাওয়ারের মালিক ফারুক ও তাসভির
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছিন আহসান চৌধুরী আসামিদের রিমান্ডের এ আদেশ দেন। ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। এদিকে একই সঙ্গে আদালত এদিন মামলার এজাহার দেখে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেন।
সাত দিন রিমান্ডের প্রথম দিন নানা তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। এই তথ্যগুলো গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন তারা। তবে এগুলোর সত্যতা যাচাইয়ের জন্য দরকার নথিপত্র। আর সেই নথিপত্র রয়েছে রাজউক ও ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়নের কাছে। মামলার তদন্তের স্বার্থে ভবন নির্মাণ সংশ্লিষ্ট সকলের কাছে নথিপত্র তলব করবেন তদন্ত কর্মকর্তারা।
জমির মালিক ফারুক হোসেন তদন্ত কর্মকর্তাদের কাছে দাবি করেছেন, ১৮ তলা অনুমোদন পাওয়া ভবনটি অবৈধভাবে ২৩ তলা করা হয়েছে। আর সে তথ্য রাজউককে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়নকেও অবহিত করা হয় যে, তারা নিয়ম মেনে ভবনটি নির্মাণ করেনি।
অবৈধভাবে ভবনের উচ্চতা বাড়ানো হয়েছে দাবি করলেও ওপরের তিনটি ফ্লোরের মালিক তাসভির উল ইসলাম তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, অনুমোদন নিয়েই ভবনটি বর্ধিত করেছেন তিনি। রাজউক থেকে রূপায়ন সে অনুমোদনও নিয়েছে।
জমির মালিক ফারুক হোসেন ডিবির তদন্ত কর্মকর্তাদের জানান, এফ আর টাওয়ারের মালিক ২০ জন। তিনি ৪৫ শতাংশের মালিক। বাকি ৫৫ শতাংশের মালিক রূপায়ন। জমির মালিক তার মালিকানাধীন ফ্লোরগুলো বিক্রি করেননি। ভবনে নিজের অফিসের জন্য রেখে বাকি অংশ ভাড়া দিয়ে রেখেছেন। রূপায়নের ৫৫ শতাংশ মালিকানায় থাকা ফ্লোরগুলো ১৯ জনের কাছে বিক্রি করা হয়েছে।
ফারুক হোসেন আরও দাবি করেন, ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের কারণে টাওয়ারটি নির্মাণের পর হস্তান্তর অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেননি। তবে নিজের ৪৫ শতাংশ ভবনের দখল নিজের কাছেই রেখেছেন।
রিমান্ডে থাকা তাসভির উল ইসলাম গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন, ভবনটি ১৮ তলা নির্মাণের পর ২৩ তলা পর্যন্ত করার অনুমোদন রাজউক থেকে নেওয়া হয়েছে। সব কাগজ যাচাই-বাছাই করেই ২১, ২২ ও ২৩ তলার ফ্লোর কিনেছেন তিনি।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এডিসি গোলাম সাকলাইন সিথিল বলেন, আমরা যেসব তথ্য অভিযুক্তদের কাছ থেকে পাচ্ছি সেগুলো যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট দফতর ও অফিস থেকে নথিপত্র সংগ্রহ করছি। নথিগুলো বিচার বিশ্লেষণ করে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে সেটা নির্ধারণ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২৩ তলা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
এ ঘটনায় ৩০ মার্চ রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এস এম এইচ আই ফারুক হোসেন, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভির উল ইসলামকে আসামি করা হয়েছে।
ওই দিন রাতেই জমির মালিক ফারুক হোসেন এবং ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন এ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রেকিং নিউজ: বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ*ত, আ*হ*ত ৭৪৭
- বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ৪৩ বলে ৮৩ রান: ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং ঝড় তুলে দলকে জিতে মাঠ ছাড়লেন সাব্বির
- আজ ১৮/১২/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ব্রেকিং নিউজ: রণ*ক্ষেত্রে পরিনত : ভয়া*বহ সং*ঘর্ষ, আ*হ*ত ৪০,সেনাবাহিনীর...
- ধানমণ্ডিতে থমথমে পরিস্থিতি: গ্রে*ফ*তা*র জনপ্রিয় চিত্র নায়িকা
- অবশেষে দুই দিন পর বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: খুলে গেল চোখ মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় সেনা প্রধান নি*হ*ত
- হুহু করে কমছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: ব্যাপক উ*ত্তেজ*না, শত শত সে*নাসহ জে*নারেল আ*টক
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- চট্টগ্রামের পরিস্থিতি থমথমে: ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত