ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

লেবাননে মাদক মামলায় সৌদি রাজপুত্রের সশ্রম কারাদণ্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ৩০ ০০:২১:১৬
লেবাননে মাদক মামলায় সৌদি রাজপুত্রের সশ্রম কারাদণ্ড

আবদুল মুহসিন বিন ওয়ালিদের ব্যক্তিগত বিমান থেকে ২০১৫ সালে মাদক উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছে দেশটির অপরাধ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে।

বৈরুত থেকে সৌদি আরবগামী রাজপুত্রের মালিকানাধীন বিমান থেকে ২০১৫ সালের ২৬ অক্টোবর দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়।

এ মামলায় বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থি নামে সৌদি আরবের অপর তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২ লাখ লেবাননি পাউন্ড অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে