ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বাচ্চা হওয়ার কত দিন পর সহ’বাস করতে হয় জেনেনিন

লাইফস্টাইল ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৭ ১১:৫৫:১০
বাচ্চা হওয়ার কত দিন পর সহ’বাস করতে হয় জেনেনিন

নারীর বিশেষ অঙ্গ দারুণ ভাবে আঘাত প্রাপ্ত হয় এবং শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে যায়। এই বিশেষ অঙ্গের ক্ষত ভালো হতে এবং স্বাভাবিক কর্মক্ষম হতে একজন নারীকে এই সময়টুকু দেওয়ার প্রয়োজন। অনেক জালিম স্বামী(শিক্ষিত-অশিক্ষিত) আছে যারা স্ত্রীকে এই

সময়টুকু দিতে চায় না। তাঁরা সন্তান প্রসবের ৫-৬ পর থেকেই সহবাস করার জন্য পাগল হয়ে যায়। স্ত্রীর শারীরিক অবস্থা বুঝতে চায় না। হয়তো তাঁরা এটা অজ্ঞতার কারণেই করে থাকে। কিন্তু অজ্ঞতার কারণ দেখিয়ে তাঁরা পার পেয়ে যেতে পারেনা। কেননা, বিষয়টি

হয়তো তার অজ্ঞতা হতে পারে, কিন্তু তার আশে-পাশে অনেক বিজ্ঞ জন আছে যারা এসবের বিষয়ে ভালো জানেন, তাদের উচিত জানলেওয়ালাদের কাছ থেকে জেনে নেওয়া। কিন্তু এমনটা অনেকেই করতে চান না। প্রশ্ন কর্তাকে ধন্যবাদ, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করে আমাদের দৃষ্টিপাত করানোর জন্য।

একটি মানুষের পুরুষাঙ্গেরআকার তার স্বাস্থ্য,বংশগতি,জাতি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। এটা নিয়ে অধিক চিন্তা করারও কোন দরকার নেই।যৌন মিলনে লিঙ্গের মোটা বা চিকন কোন প্রভাব ফেলে না।হস্তমৈথুনের কারনে পুরুষাঙ্গের আকার পরিবর্তন ঘটলেঘরোয়া ট্রিটমেন্ট এর মাধ্যমেই তা ঠিক করা সম্ভব। কিন্ত অনেকই জানেন না সঠিক সমাধান কি! আজ আপনাদের সামনে তুলে কি করে আগা মোটা গোরা চিকন পুরুষঙ্গের সঠিক সনাধান, সমান টা একটা ভিডিও এর মাধ্যমে দেখান হল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে