ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ঝুঁকি নিয়ে বড় বাজেটের আরও ৪টি ছবি নিয়ে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২৪ ১২:১১:৫১
ঝুঁকি নিয়ে বড় বাজেটের আরও ৪টি ছবি নিয়ে আসছেন শাকিব খান

এর চেয়ে বড় খবর হলো নিজের নতুন ছবির কাজ শেষ করতে না করতেই আরো এক হালি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছে ঢালিউড হিরো।

এ প্রসঙ্গে শাকিব বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পাসওয়ার্ড’ ছবির পর বদিউল আলম খোকন ও মালেক আফসারীর পরিচালনায় আরো দুটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আপতত ছবি দুটির নাম রাখা হয়েছে ‘ফাইটার’ ও ‘দেশপ্রেমিক’।

‘পাসওয়ার্ড’ শেষ করে আগামী এপ্রিলের শেষদিকে শুটিং শুরু হবে নতুন আরেকটি ছবির। আগামী দুই ঈদে ছবিগুলো মুক্তি পাবে। এছাড়া আরো দুটি ছবির কথা ভাবছি। দর্শকরা সিনেমা হলে ছবি দেখতে এসে যেন প্রতারিত না হয় এবং সেই সঙ্গে চলচ্চিত্রের বাজার যেন ঘুরে দাঁড়ায় সেজন্যই ছবিগুলো প্রযোজনা করতে যাচ্ছেন বলে জানান শাকিব খান। এখন চলচ্চিত্রের দুঃসময়।

তাই ইন্ডাস্ট্রির দুঃসময় কাটাতে বড় বাজেটের ছবি নিয়ে ঝুঁকি নিতে যাচ্ছেন এ তারকা। তবে ঝুঁকির বিষয়টি নিয়ে তিনি একদমই ভাবছেন না। শাকিব খান আরো বলেন, দর্শকরা আমার প্রোডাকশনের ছবিগুলোর মান পাবে শতভাগ আলাদা।

দেশপ্রেম ও অ্যাকশন ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চাই। আমার নতুন ছবিগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গানগুলো দেশের বাইরের মনোরম লোকেশনে শুটিং করা হবে। বাংলাদেশে মুক্তির পাশাপাশি দেশের বাইরেও ছবিগুলো মুক্তি পাবে বলে জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে