ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ভারতীয় বিজ্ঞাপনে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২১ ১৫:২৫:৪১
ভারতীয় বিজ্ঞাপনে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া১৯ মার্চ ঢাকা ছাড়ার আগে এই তারকা বলেন, ‘‘২০ মার্চ (আজ) কলকাতায় ‘বিবাহ অভিযান’-এর লুকটেস্ট হবে। এরপরের দিন মুম্বাই যাবো। সেখানে বালি হেয়ার অয়েলের শুটিং হবে। ২২ মার্চ শুরু হয়ে টানা চারদিনের শুটিং। এরপর ২৬ মার্চ কলকাতায় ফিরে আসবো। মাঝের তিন দিন শুটিং প্রস্তুতি। এরপর ২৯ মার্চ থেকে শুটিং শুরু করবো ‘বিবাহ অভিযান’-এর। আশা করছি লম্বা জার্নি শেষে এপ্রিলের শেষ নাগাদ ঢাকায় ফিরতে পারবো।’’

নুসরাত জানান, ‘বিবাহ অভিযান’ ছবিতে গ্ল্যামার গার্ল, গর্জিয়াস লুক ও ফ্যাশনেবল ধাঁচের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বিরসা দাশগুপ্ত। ছবিটিতে নুসরাতের বিপরীতে থাকছেন অঙ্কুশ।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

দেশে সম্প্রতি কাজ করেছেন শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিতে। শামিম আহমেদ রনী পরিচালিত এ ছবিটি রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সর্বশেষ সম্প্রতি একই নায়কের বিপরীতে দেশীয় বিজ্ঞাপনের মডেল হয়েছেন ফারিয়া। এটি ছিল মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপন। আর ভারতের কোনও পণ্যের বিজ্ঞাপনে এবারই প্রথম অংশ নিচ্ছেন এই ‘আশিকী’ নায়িকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে