ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

‘এরা নায়িকা নয়, পতিতা; প্রযোজকগুলো প্রতারক’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২১ ০১:১৯:৫৬
‘এরা নায়িকা নয়, পতিতা; প্রযোজকগুলো প্রতারক’

৩) অভিযোগ রয়েছে, রাজধানীর মগবাজারে কিছু রেকর্ডিং স্টুডিওতে অপেশাদার লোকজন প্রতারণার জন্য একের পর এক ছবির মহরত করছে। আর এর এতে জড়িত আছে এফডিসির কয়েকজন অসাধু লোক। আজও একটি সিনেমার মহরতের কথা আছে মগবাজারে।

৪) বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সম্প্রতি বলেন, ‘ফেসবুকে এত এত নায়ক-নায়িকা দেখি, অথচ এদের কাউকে চিনি না। দুদির পরপর দেখি অডিও স্টুডিওগুলোতে ছবির মহরত হচ্ছে, দেখে নিজেরই হাসি পায়। কথায় আছে, আগে দর্শনদারি, পরে গুণবিচারি। যেসব নায়ক-নায়িকাকে দেখি, তারা তো নিজের দিকেই তাকিয়ে দেখে না। একটা কেক কাটে, পেছনে ব্যানারে লেখা থাকে মহরত। তিন-চারটা নায়িকা নিয়ে মহরত হয়ে যায়।

৫) প্রশাসনের কাছে জায়েদ খানের চাওয়া, এইসব ছবির বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। এগুলো অপরাধ, যা প্রকাশ্যে করা হচ্ছে। এসব নায়ক-নায়িকার জন্য আমাদের শিল্পীদের ইমেজ নষ্ট হচ্ছে, চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

৬) ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহাবুব বলেন, ‘গণতন্ত্রের যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। এখন চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে কাউকে জিজ্ঞেস করতে হয় না। স্বাধীনভাবে যার ইচ্ছা সেই ছবি নির্মাণ করতে পারে। এতে করে যেমন ভালো কিছু হচ্ছে, তেমনি মগবাজারের মহরতের ছবির মতো খারাপ ছবি বা প্রতারণাও হচ্ছে। আমার মনে হয়, এখনই এসব প্রতিরোধ করা প্রয়োজন।’

৭) সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এই ছবিগুলোর বেশির ভাগই সেন্সর বোর্ড পর্যন্ত আসে না। কোনো সিনেমা হলে মুক্তিও পায় না। স্থানীয়ভাবে ডিশ চ্যানেলে প্রচার করে। আবার অনেকে নিজের ইউটিউব চ্যানেলে চালিয়ে দেয়। আমি মনে করি, এই বিষয়গুলোও নজরদারির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। বিষয়টি নিয়ে আমি আবারও মিটিংয়ে কথা বলব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে