ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি আইএসের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২০ ০১:৩৯:৫৮
নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি আইএসের

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটির মতে, প্রায় ছয় মাসের নীরবতা ভেঙে এই প্রতিশোধ নেয়ার হুমকি দিলেন আল-মুহাজির। তিনি বলেন, এই দুটি মসজিদে হামলার পর ঘুমন্ত মুসলিমদের জেগে ওঠা এবং খেলাফতের সমর্থক হিসেবে এর প্রতিশোধ নেয়া উচিত। সিরিয়াতে চলমান যুদ্ধের সঙ্গে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার তুলনা করে তিনি বলেন, সবাই জানে যে সিরিয়ার বাঘুজে পুড়িয়ে ও বোমা বিস্ফোরণ এবং ব্যাপক মাত্রায় বিধ্বংসী অস্ত্রের সাহায্যে মুসলিমদের মারা হচ্ছে।

গত শুক্রবার আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেছেন ব্রেনটন ট্যারেন্ট নামের এক ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক। হামলার ৩৬ মিনিটের পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ। এদিকে নিউজিল্যান্ডের সংসদের একটি বিশেষ অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ড আরডার্ন বলেন, মসজিদে হামলাকারী সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি নিজে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু তিনি কুখ্যাতি ছাড়া আর কিছুই পাননি।

তার এই ঘৃণ্য কাজের জন্য আমি কখনোই তার নাম মুখে নেবো না বলেও উল্লেখ করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে