ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরব থেকে ৮৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ২০ ০০:১৩:৪৩
সৌদি আরব থেকে ৮৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল

“সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিমানবন্দর ছেড়ে গেছেন।”

ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এক কাজের পারমিট নিয়ে সৌদি আরবে যাওয়ার পর কেউ কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য কাজে যোগ দিলে তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। এ ধরনের পরিস্থিতিতে ওই কর্মী নিজের দেশে ফিরে যেতে বাধ্য হন। ওসি বলেন, সাধারণত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের কর্মীদের দেশে ফেরত পাঠায়।

ইমিগ্রেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, দুপুরে সৌদি এয়ার লাইন্সের ট্রাভেল পারমিট নিয়ে আসা যাত্রীদের যাচাই বাছাই করে ছাড়া হয়েছে। “যাচাই বাছাই করতে গিয়ে অনেকটা সময় লাগে। সে ক্ষেত্রে ইমিগ্রেশনের কিছু করার থাকে না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে