ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পাকিস্তানের প্রশংসা করে যে পোস্ট করেছিলেন জঙ্গি ব্রেন্টনের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৭ ১৩:৩৪:১৭
পাকিস্তানের প্রশংসা করে যে পোস্ট করেছিলেন জঙ্গি ব্রেন্টনের

ভাগ্যক্রমে তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, হামলাকারী ব্রেন্টন টারান্ট ২০১৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। সেই সফরের সময় পাকিস্তানের মানুষের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেছিল ব্রেন্টন। খবর বিবিসির।

জানা গেছে, সফরকালে ব্রেন্টন পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি শহরের ওশু থাং হোটেলে দুই রাত অবস্থান করেছিল।

বিষয়টি নিয়ে ওশু থাং হোটেলের মালিক সৈয়দ ইসরার হোসেন বিবিসিকে জানিয়েছেন, ২০১৮ সালের অক্টোবরে ব্রেন্টন টারান্ট তার হোটেলে দুই রাত অবস্থান করেছিল এবং সে একাই এসেছিল। হোটেলে অবস্থানকালে ব্রেন্টন চারপাশের এলাকায় পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছিল এবং অন্য সব পর্যটকের মতই অনেক ছবি তোলে।

আর ওশু থাং হোটেলের মালিক হোসেনের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ব্রেন্টন টারান্টের একটি ছবি ছিল। তবে সেটি তিনি মুছে ফেলেন।

পোস্ট করা ওই ছবির সঙ্গে ছিল পাকিস্তান সম্পর্কে ব্রেন্টন টারান্টের প্রশংসাসূচক মন্তব্য।

ব্রেন্টন টারান্ট তার পোস্টে লিখেছিল, পাকিস্তান এক আশ্চর্য জায়গা, বিশ্বের সবচেয়ে দয়ালু এবং অতিথিপরায়ণ মানুষে পরিপূর্ণ একটি দেশ।

এ বিষয়ে হোটেল মালিক সৈয়দ ইসরার হোসেন জানান, পাকিস্তান সফরের সময় তিনি টারান্টের মধ্যে মুসলিমদের বা ইসলাম সম্পর্কে কোন বিদ্বেষ দেখেননি।

এছাড়াও ব্রেন্টন টারান্ট উত্তর কোরিয়া, তুরস্ক, পোল্যান্ড সহ আরও কিছু দেশ ভ্রমণ করেন সম্প্রতি। তবে এর ফাঁকে ফাঁকে তিনি নিউজিল্যান্ডে লম্বা সময় ছিল।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ