ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

সানি লিওনকে পেতে শাকিবের প্রস্তাব

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৩ ১৩:৫৪:২৭
সানি লিওনকে পেতে শাকিবের প্রস্তাব

ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, শাকিব খান এই ছবির আইটেম গানে চমক দেওয়ার জন্য সানি লিওনকে চাচ্ছেন। আমি সানি লিওনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। সেলিম খান বলেন, শাকিব ১২ তারিখ কলকাতা যাচ্ছেন। সেখান থেকে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করবে। সানি লিওনের পারিশ্রমিক নিয়ে আমার কোনো টেনশন নেই। যত টাকা লাগে দেব। আশা করছি সানি লিওনকে আমাদের ছবিতে পাব।

পর্নজগত ছেড়ে বলিউডে পা দিয়েই দর্শকের মন কেড়ে নিয়েছেন সানি লিওন। শরীরী উষ্ণতা আর ভাঙা ভাঙা হিন্দিতে নিজের একটা ভিন্ন অবস্থান তৈরি করেছেন বলিউডে। শুরুতে তার সঙ্গে অভিনয়ে অনেকে আপত্তি করলেও এখন মেগাস্টারদেরও সানির সঙ্গে দেখা মিলছে। তাদের যুক্তি, সানি একটা বিতর্কিত পেশায় ছিল। তবে সে তা ছেড়ে এসেছে। কেউ যদি পথ বদলে ভালোর দিকে আসতে চায় তাহলে তাকে স্বাগত জানানো উচিত।

এদিকে সানি লিওনের বাংলাদেশি ছবিতে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন বাধা আগে থেকেই চিন্তা করে রেখেছেন বলে জানিয়েছেন সেলিম খান। তিনি বলেন, সানি লিওন যদি ‘মামলা হামলা ঝামেলা’ ছবির আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়, তবে আমাদের দেশের কালচারে পোশাক পরাব তাকে। যদি তার বাংলাদেশে প্রবেশ নিয়ে কোনো ধর্মীয় সংগঠন বাঁধা দেয়, তবে আমরা ইন্ডিয়া থেকে গানের শুটিং করব।

‘মামলা হামলা ঝামেলা’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই ছবিতে শাকিব খানের নায়িকা বিদ্যা সিনহা মিম। আরও অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী। আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে