ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

অপু-বাপ্পির বিয়ে ঠেকায় কে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৩ ১২:২০:১০
অপু-বাপ্পির বিয়ে ঠেকায় কে

দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবি জন্য এমনই একটি গান রেকর্ড করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও লিজা। ইমন সাহার সুর-সংগীতে গানের শিরোনাম ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সঙ্গে পারফর্ম করবেন বাপ্পি ও অপু।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস গনমাধ্যমকে জানান, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে রিয়াজ-শাবনূরের লিপে ‘তোমার আমার বিয়ের কথা রাখব না গোপন’ গানটি তখন বেশ হিট হয়েছিল। ওই গানটির সুর ঠিক রেখে ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’ গানটি তৈরি করা হয়েছে। এবারের গানটি থাকছে ছবির সিকুয়্যাল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’তে। বর্তমান সময়ের কথা ভেবে, গানের কথায় আনা হয়েছে পরিবর্তন।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে বাপ্পি-অপুর পাশাপাশি আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে