ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এইচএসসির রুটিনে ‘বিপাকে’ মানবিকের শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০৭ ০০:১১:০৫
এইচএসসির রুটিনে ‘বিপাকে’ মানবিকের শিক্ষার্থীরা

এক পরীক্ষার্থীর অভিভাবক রবিউল ইসলাম বলেন, গাজীপুর ক্যান্টমেন্ট বোর্ড কলেজ থেকে তার জমজ দুই সন্তানের একজন বিজ্ঞান এবং অপরজন মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মানবিক বিভাগের ছেলের প্রস্তুতি নিতে হিমশিম খেতে হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, বিজ্ঞান বিভাগের (ব্যবহারিক ছাড়া) পরীক্ষা চলবে ৬ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার দুটি পত্রের তারিখ পরিবর্তন করে দিলে কোনো সমস্যা হয় না।

গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন হৃদয় বলেন, ২৭ এপ্রিল থেকে একনাগাড়ে চারটি পরীক্ষা থাকায় তাদের ওই পরীক্ষাগুলোর প্রস্তুতি বিঘ্নিত হবে।

“এতে পরীক্ষার ফল ভালো হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন, যেন মানবিক শাখার ওই বিষয় দুইটির তারিখ কমপক্ষে একদিন করে বিরতি দিয়ে পুনর্বিন্যাস করা হয়।”

একই কলেজের পরীক্ষার্থী ইসমাইল হাসান উদয়সহ স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ, ভাওয়াল মির্জাপুর কলেজ, রোভারপল্লী কলেজ, গাজীপুর সিটি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরাও একই কথা বলেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে