ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে থাপ্পড় খেলেন প্রভাস ভিডিওসহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০৬ ১৩:০১:০৯
ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে থাপ্পড় খেলেন প্রভাস ভিডিওসহ

দেখা যায়-বিমানবন্দরে প্রভাসকে দেখে এক কিশোরী ভক্ত বেশ উচ্ছ্বসিত হন, তার সঙ্গে ছবি তুলতে চান। ছবি তোলা শেষে সেই কিশোরী প্রভাসের গালে আলতো করে চড় দেন, এরপর খুশিতে লাফাতে থাকেন।

না, এমন ঘটনায় প্রভাস মোটেও রেগে যাননি । বরং ভক্তের পাগলামি দেখে হেসেছেন। প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং বেশ দ্রুত গতিতেই চলছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য হলিউডের স্টান্ট কোরিওগ্রাফার কেনি ব্যাটসকে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

সাহো সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এটি প্রভাসের প্রথম হিন্দি ভাষার সিনেমা কারণ এতে সরাসরি হিন্দিতে শুটিং করবেন তিনি। কোনো ডাবিং করা হবে না। এছাড়া তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরো অভিনয় করছেন-নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। আগামী ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভিডিওটি দেখতে এখানেক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে