ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০৫ ১৪:১২:১৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও তার চাচা জয়নাল আবেদীন ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে যান। সৌদিতে ওমরাহ পালন শেষে সোমবার সন্ধ্যায় নাজিম ও জয়নাল পরিবারের অন্য সদস্যদের নিয়ে মদিনায় যাচ্ছিলেন। পথে তারা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে গাড়ি থেকে নামেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম ও জয়নাল মৃত্যু হয়।

জয়নালের ছেলে হানিফ মিয়া জানান, গত ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) তাদের পরিবারের সাত সদস্য ওমরা হজ পালনে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে মদিনা যাওয়ার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নাজিম উদ্দিন মেয়ের জামাই ওবাইদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে অনা হবে না। পরিবারের পক্ষ থেকে তাদের মরদেহ মদিনাতেই দাফনের সিদান্ত নেয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে