ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পাকিস্তানকে ভয় দেখাতে বিমান হামলা করা হয়েছিল: ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০৫ ০০:৪৪:৫৭
পাকিস্তানকে ভয় দেখাতে বিমান হামলা করা হয়েছিল: ভারত

রোববার সিপিএমের এক টুইটার অ্যাকাউন্টে তিনি এই লেখা পোষ্ট করেন। খবর এনডিটিভির।

তিনি লেখেন, ভারত যে পাকিস্তানের উদ্দেশে আঘাত হানতে পারে সেটা বোঝাতেই এ হামলা করা হয়েছিল। কোনো মানুষের মৃত্যু আমাদের লক্ষ্য ছিল না।

মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অন্য কোনো সরকারি কর্মকর্তাও বলেননি বিমান হামলায় কতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বলেছে মিডিয়া।

তিনি বলেন, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বিমান হামলায় মৃতের সংখ্যা নিয়ে এমন সব তথ্য ছড়ানো হয়েছে যার কোনো ভিত্তি নেই।

ভারতীয় বাহিনীর হামলার পর আমি প্রধানমন্ত্রীকে একটি সভায় বক্তব্য রাখতে শুনেছি। সেখানে তিনি বলেননি হামলায় কতজনের মৃত্যু হয়েছে।

সরকারের কেউও এমন কথা বলেননি। আমাদের দলের সভাপতিকেও সংখ্যা নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। এছাড়া নিরাপত্তা বাহিনীও সরকারিভাবে মৃতের সংখ্যা জানায়নি, বলেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলায় ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছিল।

তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে