ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শাকিবের ‘পাসওয়ার্ড’-এ চুক্তিবদ্ধ হলেন আরো একজন হিরো

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০২ ১৪:১৭:৪৬
শাকিবের ‘পাসওয়ার্ড’-এ চুক্তিবদ্ধ হলেন আরো একজন হিরো

একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকবে নতুনত্ব। শিল্পী ও নির্মাতা বাদে বেশিরভাগ টেকনিশিয়ানস থাকবেন দেশের বাইরের। গানের শুটিং হবে দুবাই, তুর্কিতে। ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে ‘পাসওয়ার্ড’।

এদিকে শাকিবের এ ছবিতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকেও। খবরটি নিশ্চিত করেছেন ইমন নিজেই।

চিত্রনায়ক ইমন বলেন, ‘পাসওয়ার্ড’ এ চুক্তিবদ্ধ হয়েছি। অসাধারণ একটি চরিত্রে আমি অভিনয় করবো। ছবিতে আমি শাকিব ভাইয়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবো। আমার শুটিং শুক্রবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে।

‘পাসওয়ার্ড’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় শাকিব খান ও প্রযোজক ইকবালকে বিশেষ ধন্যবাদ জানান চিত্রনায়ক ইমন।

এ বিষয়ে ইকবাল বলেন, আমি আগেই বলেছিলাম ‘পাসওয়ার্ড’ এ চমকের পর চমক থাকবে। সে কথা অনুযায়ী এবার এই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ইমন। আরো থাকছেন বুবলী ও অমিত হাসান।

শুক্রবার বিকেলে বাংলা মোটর এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং হাউজে হবে ছবির মহরত। ইকবাল জানান, শুক্রবারেই ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলী ও ইমন। তবে শাকিব খান অংশ নিচ্ছেন ৫ মার্চ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে