ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ওআইসি’র সম্মেলনে ভারতকে আমন্ত্রণ, পাকিস্তানের বর্জন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০১ ২০:০৮:২০
ওআইসি’র সম্মেলনে ভারতকে আমন্ত্রণ, পাকিস্তানের বর্জন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ওআইসির ৪৬তম সম্মেলন শুরু হয়েছে। আরও একদিন এই সম্মেলন চলবে। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে বুধবার (২৭ ফেব্রুয়ারি) একটি আবেদন জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তারপরও ৪৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের পক্ষ থেকে ওআইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল; ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি না করার ব্যাপারে। কিন্তু তারা জানিয়েছে বিষয়টি তাদের জন্য কঠিন। এই কারণে পাকিস্তান ওই সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে এ বিষয়ে দু’বার কথা হয়েছে জানিয়ে মাহমুদ কোরেশী বলেন, 'ভারত ওআইসির সদস্যই নয়। আমি শেখ আবদুল্লাহকে বলেছি, ওআইসির প্রতিষ্ঠা থেকে পাকিস্তানের সহযোগিতা রয়েছে। ভারতকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আবার ভেবে দেখবেন। তিনি আমাকে জানিয়েছেন, ভারতকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন পুলওয়ামা হামলার ঘটনা ঘটেনি। আমন্ত্রণ জানানোর পর আবার তা ফিরিয়ে নেওয়া আমাদের জন্য কঠিন হবে। সুত্রঃ সময়নিউজটিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে