ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ভারতকে হুঁশিয়ারি, ‘পাকিস্তান কাউকে ছাড়বে না’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ০১ ১২:৩৯:২৬
ভারতকে হুঁশিয়ারি, ‘পাকিস্তান কাউকে ছাড়বে না’

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশনে চলমান পাক-ভারত উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ভারতকে উদ্দেশ্য করে রাজা পারভেজ বলেন, গায়ে পড়ে যুদ্ধ লাগাবেন না, যুদ্ধ লেগে গেলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। পাকিস্তান কাউকে ছাড়বে না। ভারতের সঙ্গে যুদ্ধ চায় না পাকিস্তান। কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তা হলে সেটির জবাব কঠিন হবে। তবে যুদ্ধ লেগে গেলে আমরা সর্বোচ্চ লড়াইটাই করব।

ভারতীয় পাইলটের মুক্তি দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার প্রশংসা করে তিনি বলেন, আজ গোটা জাতির আবেগের প্রতিফলন ঘটছে পার্লামেন্টে। আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা শান্তির জন্য পাকিস্তানের আরেকটি ইতিবাচক পদক্ষেপ।

পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বীর। তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমাদের বাহিনী ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে। একই সময়ে উত্তেজনার তীব্রতা এড়িয়েছে। সুত্রঃ সময়নিউজ টিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে