ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পাকিস্তানের ভেতরে যাওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে যা বললেনঃ অক্ষয়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৬ ২২:২৫:২৬
পাকিস্তানের ভেতরে যাওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে যা বললেনঃ অক্ষয়

এদিকে এ হামলার পর ভারতের চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের তারকারাও বায়ুসেনাদের (ইন্ডিয়ান এয়ার ফোর্স-আইএএফ) সালাম জানিয়েছেন। এদিকে হামলার ঘটনার পর বলিউড অভিনেতা অক্ষয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো।’

এদিকে টুইটের মাধ্যমে ভারতের বিমানবাহিনীকে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালানোর আহ্বান জানান তিনি। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন অক্ষয়।

তখন অক্ষয় লিখেছিলেন, ‘… পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারকে আরও শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।’ এদিকে শুধু অক্ষয় নন। বলিউডের অজয় দেবগণ, অনুপম খের, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সোনাক্ষী সিন্‌হার মতো শিল্পীরাও নিজেদের মতামত জানিয়েছেন।

এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে